ঢাকা ২০ মে: বৃহস্পতিবার (১৯ মে) ফল ঘোষণার পর বিকেলে মন্ত্রী এ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসা মমতা দুই দেশের সম্পর্কের উন্নতিতে অবদান রাখবেন।
বিধানসভার ২৯৪ আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস।
এদিকে, মমতার অফিসিয়াল বরাবর করা এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘মমতার সঙ্গে কথা বলেছি। তাকে অভিনন্দন জানিয়েছি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্বে তার প্রতি শুভ কামনা রইলো’।