দুই শ্রমিক নিহত হয়েছেন চট্টগ্রামে সিলিন্ডারে বিস্ফোরণে। আজ সকাল ৭টার দিকে পাঁচলাইশ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামে প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। সিলিন্ডারে অক্সিজেন ভরার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকরা হলেন, ফেনীর মো. ছাবেদ (৩০) ও বরিশালের পবিত্র কুমার দাশ (৬০)।
বিস্ফোরণে আরও এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তার নাম নুর ওসমান (২৮)।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, শফিকুর ইসলাম চৌধুরীর মালিকানাধীন ওই কোম্পানিতে সকালে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে।
এতে তিনজন অগ্নিদগ্ধ হন। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, হাসপাতালে আনার পর ছাবেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পবিত্র দাশও মারা যান।
বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছে, আহত নুর ওসমানের শরীরের ১০ শতাংশের মতো পুড়েছে।