কুষ্টিয়া ২০ মে: এক স্কুলছাত্র নিহত কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট বাজারে নিজের বহন করা বোমা বিস্ফোরণে নাইম হোসেন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন তার বন্ধু হাফিজুর রহমান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাইম কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট সর্দারপাড়ার চাম্বার সর্দারের ছেলে। আহত হাফিজ একই গ্রামের আবদুল খালেকের ছেলে। দুজনই কবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, নাইম ও হাফিজ সকালে বটতৈল থেকে মোটরসাইকেলে করে পোড়াদহের দিকে যাচ্ছিল। কবুরহাট ব্যাপারি রাইচ মিলের সামনে আসার পর তাদের কাছে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আহত হাফিজকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে এবং কী কারণে এ বোমা আনা হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।