তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডব্লিউএসআইএস ফোরামে যোগ দিতে জেনেভায় পৌঁছেছেন । ডব্লিউএসআইএস ফোরামে অংশ নিতে বাংলাদেশে থেকে নয় সদস্যের প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় জেনেভা এসে পৌঁছে।
এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি অরুন বড়ুয়া, হারুন অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, আওয়ামী নেতা আলি হোসেন প্রমুখ।
এছাড়াও শুভেচ্ছা জানান জেনেভা বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী।
এ সময় উপস্হিত ছিলেন জেনেভাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত ও স্হায়ী প্রতিনিধি এম. শামীম আহসান ও মিশনের কর্মকর্তারা।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলনে
(ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি- ডব্লিউএসআইএস) অংশ নিচ্ছেন
বাংলাদেশের নয় সদস্যের একটি প্রতিনিধি দল।
দলটির নেতৃত্ব দিচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
সুইজারল্যান্ডের জেনেভায় ৮ থেকে ১২ এপ্রিল এই ফোরাম অনুষ্ঠিত হবে।
পাঁচদিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিসহ
সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজন করা
হয়েছে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালার।