২০ মে: ইউটিউব জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী অনলাইন ভিডিও সাইট ইউটিউব তাদের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) গ্রাহকদের জন্য নতুন অ্যাপস তৈরি করছে। নতুন এই অ্যাপসটি অ্যানড্রয়েড ভার্সনের জন্য প্রথমে মার্কেটে আসবে। মঙ্গলবারে অনুষ্ঠিত একটি সম্মেলনে এমনটাই ঘোষণা দেয় গুগল।
গুগল জানায়, ‘এই অ্যাপসের সাহায্যে ইউটিউব ব্যবহারকারীরা সহজেই ইউটিউবে ভার্চুয়াল রিয়েলিটির কনটেন্টগুলো খুঁজে পাবে।’
কবে নাগাদ এই অ্যাপসটি অ্যানড্রয়েড বাজারে পাওয়া যাবে তা বলে নি প্রতিষ্ঠানটি। তবে ডে ড্রিম নামে আরেকটা অ্যাপস উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অ্যাপস অ্যানড্রয়েড মার্কেটে আসবে না।
এখনও ইউটিউবে ভিআর ভিডিও দেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ইউটিউবের নতুন এই ভিআরের অ্যাপসের ইন্টারফেস হবে আকর্ষণীয় এবং বর্তমানের চেয়ে ভিন্ন। তবে বর্তমান ইউটিউবের মতো ভয়েস সার্চ সহ পুরাতন অনেক ফিচার ও নতুন ভি আর অ্যাপসে থাকবে।
নতুন এই অ্যাপসে থ্রিডি ভিডিও দেখা যাবে। পুরাতন ইউটিউবকে আপডেট করেও নতুন এই অ্যাপসের সুবিধা ব্যবহার করা যাবে।