জয়ী হয়েছেন ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু । রোববার অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য দল মনোনীত নৌকার প্রার্থী আলহাজ আবদুল বাতেন মিয়াকে ২৩ হাজার ৭৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। প্রথমবারের মতো তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আলহাজ নাসির উদ্দিন ঝিলু আনারস মার্কায় ভোট পান ৬৫ হাজার ১৮৪ এবং নৌকা প্রতীকে আবদুল বাতেন মিয়া ভোট পান ৪২ হাজার ১০৭।
এর আগে এ দু’জন তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি প্রার্থীর নিকট পরাজিত হন। উপজেলা ১৪টি ইউনিয়নের ১০৪টি কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
আলহাজ নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, আমাদের এমপি মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে নবাবগঞ্জকে শান্তির আবাসভূমি হিসাবে গড়ে তুলবো। সন্ত্রাস মাদক ভূমিদস্যুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো।
গতকাল শত শত নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ঝিলুকে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |