ঢাকা আসছেন বনানীর আগুন-আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে পড়ে নিহত শ্রীলঙ্কান নাগরিক নিরস চন্দ্রের পরিবারের সদস্যরা । অল্প আগে কলম্বোর বাংলাদেশ মিশন বিশেষ ব্যবস্থায় তার দু’জন নিকট আত্মীয়ের ভিসা ইস্যু করেছে। তারা এখন ঢাকার পথে রয়েছেন। স্ক্যানওয়েল লজিস্টিকস ঢাকা চ্যাপ্টারে কর্মরত নিরস অনেক দিন ধরে বাংলাদেশে ছিলেন।
তিনি কূটনৈতিক জোনের একটি বাসায় তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করতেন। তার কোম্পানিও বহু বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছে। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহ মানবজমিনকে জানিয়েছেন, সাত মাস আগে নিরসের বাবা মারা যান। ওই পরিবার এখনও সেই শোক কাটিয়ে ওঠতে পারেনি।
এর মধ্যে নিরসের নিহত হওয়ার ঘটনায় তার স্বজন-শুভানুধ্যায়ী, সহকর্মীরা ভেঙে পড়েছেন।