প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর নেতৃত্ব আর মানবিক গুণবলী দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।
এবার এক মুসলিম যুবক তাকে ইসলাম গ্রহণ করার
প্রস্তাব দিলেন। তাৎক্ষণিকভাবে হাসিমুখে নিউ জিল্যান্ড প্রধানমন্ত্রী এই
আহ্বানের উত্তরও দিয়েছেন । সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল
হয়েছে।
ভিডিওতে দেখা যায় এক মুসলিম যুবক জেসিন্ডা আরডার্নকে ইসলাম
গ্রহণের আহ্বান জানান। ওই তরুণ প্রধানমন্ত্রীকে বলেন, ‘সত্যি বলতে কী, আমি
শুধু আপনার জন্যই এখানে এসেছি। গত তিনদিন ধরে আমি শুধু কেঁদেছি। আল্লাহর
কাছে আপনার জন্য দোয়া করেছি, আশা করছি অন্য নেতারাও আপনার নেতৃত্বকে অনুসরণ
করবেন। আমার আরেকটি আশা, একদিন আপনিও ইসলামে দাখিল হবেন এবং জান্নাতেও
আপনার দেখা পাব আমি।
ব্যস্ততার মাঝেও মনোযোগ দিয়ে তরুণের কথা শোনেন জেসিন্ডা। এরপর তিনি হাসিমুখে বলেন, ইসলাম মানবতার শিক্ষা দেয়, আমার মনে হয় আমার মাঝে মানবতা আছে।