স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ফটিকছড়ি ও চকরিয়ায় । গতকাল ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ২য় দফা ভোটে ফটিকছড়িতে এইচ এম আবু তৈয়ব এবং চকরিয়ায় ফজলুল করিম সাঈদী বেসরকারি ভাবে নির্বাচিত হন।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুয়ায়ী, ফটিকছড়িতে আনারস প্রতীকে ৫৭ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) এইচ এম আবু তৈয়ব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন মুহুরি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪৪১ ভোট। গতকাল রাত সাড়ে ৯টায় ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে এড. ছালামত উল্লাহ শাহীন (বই) ২৯ হাজার ৮১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাস্টার রতন কান্তি চৌধুরী (চশমা) পেয়েছেন ২১ হাজার ৮২২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যন পদে জেবুন্নাহার মুক্তা নির্বাচিত হয়েছেন ৩৭ হাজার ২৮৪ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শারমিন আকতার নুপুর (কলসী) ৩২ হাজার ৫৭৬ ভোট পেয়েছেন।
চকরিয়ায় ফজলুল করিম সাঈদী : চকরিয়ায় প্রতিনিধি জানান, গতকাল রাত ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিবহন শ্রমিকনেতা ফজলুল করিম সাঈদী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৭ হাজার ৭শ ০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯শ ৮৯ ভোট। অন্য দুই প্রার্থী আওয়ামী লীগ নেতা মোক্তার আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট ও মো. জহির দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১০৮১ ভোট।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেসমিন হক জেসি। তিনি পেয়েছেন ৩৪ হাজার ২শ ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাফিয়া বেগম শম্পা ফুটবল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯শ ০৩ ভোট ও হাঁস প্রতীক নিয়ে জাহানারা পারভীন পেয়েছেন ২১ হাজার ৮শ ০৭ ভোট।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা মকছুদুল হক ছুট্টু। তিনি বই প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজ প্রতীকে আবু মুছা পেয়েছেন ১৯ হাজার ৩শ ৩৭ ভোট। এছাড়া অন্য তিন প্রার্থীর মধ্যে তালা প্রতীকে বেলাল উদ্দিন পেয়েছেন ১৫ হাজার ৯শ ০৫ ভোট, চশমা প্রতীকে ছৈয়দ আলম পেয়েছেন ১৪ হাজার ৪শ ৫৪ ভোট এবং সিরাজুল ইসলাম আজাদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ১শ ০৭ ভোট।
গতকাল ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান প্রমুখ।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031