পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়ির নয় কিলো নামক স্থানে ।
আজ সোমবার সন্ধ্যারাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চার পুলিশ সদস্যসহ আরো ৮জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
মানবজমিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার আতিকুর রহমান হান্নান রয়েছেন।