চট্টগ্রাম ১৯ মে : গত ৩ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর মেহেদিবাগের ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সুইপারের সাথে ওয়ার্ডবয়ের মারামারিতে আহত ওয়ার্ডবয় মোহাম্মদ হামিদ হোছাইন(২৬) মারা গেছেন। নিহত হামিদ হোছাইন কক্সবাজার জেলার চকরিয়ার ডুলাহাজারা বৈরাগীর খিলের মৃত রশিদ আহম্মদের ছেলে। তিনি গত এক বছর ধরে ম্যাক্স হসপিটালে ওয়ার্ডবয়ের কাজ করছিলেন।
বৃহস্পতিবার বিকেলে ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ বলেন, ‘গত ৩ মে তুচ্ছ বিষয় নিয়ে হাসপাতালের সুইপার প্রণব ভট্টাচার্য’র সাথে ওয়ার্ডবয় হামিদের কথা কাটাকাটি হয়। এসময় প্রণবের ধাক্কায় মেঝেতে পড়ে হামিদ মাথায় আঘাত পায়। এরপর থেকে তিনি ম্যাক্স হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন হামিদ। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ চমেক মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরে নিহতের ভাই মোহাম্মদ আবুল হোসাইন বাদি হয়ে প্রণব ভট্টাচার্য ও হাসপাতালের ম্যানেজার নুরুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে প্রণব ভট্টাচার্যকে গ্রেপ্তার করে। অপর জনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে, তদন্ত অব্যাহত রয়েছে।