বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)কে ১১০০ বাস ও ট্রাক সরবরাহ প্রকল্পসহ বাংলাদেশে ৪টি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বাসস জানিয়েছে, সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে নিজ নিজ দপ্তর থেকে দুই প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর উদ্বোধন করবেন। ভারতীয় ঋণে কেনা ৬শ’ বাস ও ৫শ’ ট্রাক বিআরটিসিকে সরবরাহ করা হয়েছে। বাসগুলোর মধ্যে ৩শ’টি ডবল ডেকার, ১শ’ টি নন এসি, ১শ’ টি সিটি এসি ও ১শ’ টি ইন্টারসিটি এসি বাস। ট্রাকগুলোর মধ্যে রয়েছে ৩৫০টি ১৬ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতা সম্পন্ন ও ১৫০টি ১০ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতা সম্পন্ন। এ পর্যন্ত ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকিগুলো চলতি বছরের জুনের মধ্যে পৌঁছাবে। বাস ও ট্রাকের ওই প্রকল্প উদ্বোধন হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |