ট্টগ্রাম ১৯ মে : চগোয়েন্দা পুলিশ ট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কদমতলী সেতু এলাকার একটি বাসা থেকে জাল ড্রাইভিং লাইসেন্স,নকল নাম্বার প্লেইট,নকল বিআরটি সিল সহ এক জনকে গ্রেফতার নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার(১৯ মে) বিকাল সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে গোয়েন্দা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেফতাকৃত আসামীর নাম মনির আহমেদ (৩৬),তিনি ফেনীর সোনাগাজী থানার হোসেন আহমদের ছেলে।
গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো. মোকতার হোসেনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা কদমতলী সেতু কারখানা কলোনী গনি মিয়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আসামী মনির আহমেদ বাবুলকে ৩১টি জাল ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের ২টি বিআরটিএ এর নকল নম্বর প্লেইট এবং ৯টি সিল মোহর দেওয়া বিআরটিএ এর ভূয়া রুট পারমিট ফরমসহ হাতে নাতে গ্রেফতার করেন।
আসামীর বরাত দিয়ে জানান, জিজ্ঞাসাবাদে মনির বলেন,বিভিন্ন গ্রাহকের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে জাল ড্রাইভিং লাইসেন্স এবং নকল ডিজিটাল নম্বর প্লেইট এর অর্ডার নিয়ে ঢাকা থেকে তার সহযোগীদের মাধ্যমে প্র¯‘ত করে চট্টগ্রামে নিয়ে আসে এবং গ্রাহকদের নিকট সরবরাহ করে থাকে।
আসামীর বিরুদ্ধে কোতায়ালী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন চলছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।