স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা ডাকসু নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন । তিনি ছাত্রলীগ সমার্থিত ভিপি প্রার্থীকে কোহিনুর আক্তারকে রাখিকে হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত সারা বিনতে জামাল। তবে সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
১৩টি পদের মধ্যে এই হলে আরও দুইটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সাংস্কৃতিক সম্পাদক তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা। বাকী পদগুলোতে ছাত্রলীগ সমার্থিত প্যানেলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্বিতায় জয়ী হয়েছেন। সোমবার সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
উল্লেখ্য দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।।