ইয়াবা বড়ি কেনাবেচার সময় হাতেনাতে ছয় ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ।
আজ রবিবার সকালে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকা থেকে ওই ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন নাওড়া এলাকার উজ্জ্বল মিয়া, আল আমিন, ফরিদ মিয়া, সফিকুল ইসলাম, হেলিম মিয়া ও মোজারুল ইসলাম।
এদিকে, বাড়িয়াছনি এলাকায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ মিন্নত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ভুলতা সিএনজি স্টেশন থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মুড়াপাড়া এলাকার জাহানারা বেগম নামের আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, এসব ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে