ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করে গত শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি সংস্থা ‘আগ্রহ’ । অনুষ্ঠানে বাংলাদেশে নারীর উন্নয়ন ও অগ্রগতির বিয়য়ে সাধারন মানুষের মতামত গ্রহণ করা হয়। নারীর উন্নতি এবং দেশগড়ার কাজে তাদের অংশগ্রহণ আরো অধিকতর করার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য একটি ক্যাম্পেইনও পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর সিনিয়র রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। তিনি বলেন, নারীকে বাদ দিয়ে নয়, বরং নারীকে রেখেই যেন সকল উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হয় সেদিকে নীতিনির্ধারকদের আরও মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে অংশ নিয়ে সঙ্গীত শিল্পী বাধন সরকার পুজা বলেন, নারী ও পুরুষকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে। কেউ কারও চেয়ে বড় নয় বরং একে অপরের পরিপূরক।
সংস্থাটির চেয়ারপারসন ডালিয়া রহমান তার সমাপনী বক্তব্যে নারীদের বুদ্ধিবৃত্তিক চর্চায় আরো এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে আগ্রহের প্রধান নির্বাহী এটিএম রিদওয়ানুল হক, হেড অব গ্রান্টস নাভান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।।