বিশ্বব্যাংক মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার অনুমোদন দিয়েছে । এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার সমান। শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় রোহিঙ্গাদের জন্য এ অনুদান অনুমোদন দেয়া হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়েছে।
‘ইমারজেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পে মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটানোর জন্য এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এই অর্থ দিয়ে রোহিঙ্গাদের জন্য সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট, সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভেতরে এবং রাস্তায় রাস্তায় সড়কবাতি স্থাপনের মতো আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এছাড়া পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করাও এই প্রকল্পটির উদ্দেশ্য।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |