চট্টগ্রাম, ১৮ মে : ১৮টি মামলায় ১৬হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত বোয়ালখালীতে।
বিকেল ৪টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম।
তিনি জানান, উপজেলার পৌর সদর, গোমদন্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সরকার ভূমি ইমারত পুনরুদ্ধার আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, মোটর সাইকেল অধ্যাদেশ ১৯৮৩ ও তামাক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ২০০৫ এর প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ১৮টি মামলায় ১৬হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।এছাড়া মেয়াদোর্ত্তীণ বিভিন্ন মালামাল ধ্বংস করা হয়।
ভেজাল ও মেয়াদোর্ত্তীণ ভোগ্যপণ্য ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম বলেন,এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। আসন্ন রমজান মাসে প্রতিটি ভোগ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানকে নির্ধারিত দ্রব্যমূল্য তালিকা টাঙিয়ে রাখার অনুরোধ করেন তিনি।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক অনিমেষ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ।