বিশ্ব ব্যাংক বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে । ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু ইনেবল সার্ভিস ডেলিভারি’ প্রকল্পের আওতায় এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় এ ঋণের অংক দাঁড়াচ্ছে প্রায় ৮৪০ কোটি টাকা।
বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদরদফতরে ঋণ অনুমোদনের কথা রোববার (৩ মার্চ) সংস্থাটির ঢাকা অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, এই ঋণ সরকারের সরকারি আর্থিক ব্যবস্থাপনা (পিএফএ) অ্যাকশন প্ল্যান ২০১৬-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে। সরকারের বিভিন্ন সংস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেও সাহায্য করবে এই ঋণ। স্থিতিশীলতাও আনবে আর্থিক খাতে। খবর বাংলানিউজের।
ঋণ প্রসঙ্গে বিশ্বব্যাংকের বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ডানডান চেন বলেন, গত দুই দশকে বাংলাদেশ আর্থিক ব্যবস্থাপনায় ভালো করেছে। আমরা আশা করছি বিশ্বব্যাংকের ঋণ সরকারের বিভিন্ন সংস্থার আর্থিক ব্যবস্থাপনায় শক্তিশালী করবে। এ ঋণ পরিশোধ করতে হবে ৩০ বছরে। প্রথম পাঁচ বছর সুদ দেওয়া লাগবে না। পরবর্তী সময়ে ১ দশমিক ২৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031