৫শ পিস ইয়াবাসহ লিটন মিয়া (২২) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রাম থেকে । শনিবার রাত ১০ টায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের নেতৃত্বে এসআই কমলাকান্ত, এএসআই জসিম উদ্দিন, সুলতান মাহমুদসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের শাহীন মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ লিটন মিয়াকে হাতেনাতে আটক করেন। অভিযানের সময় তার সহযোগী শাহীন মিয়া পালিয়ে যান।
ওসি আনিসুর রহমান জানান, আটক লিটন একজন ইয়াবা ব্যবসায়ী। তার সহযোগী শাহীনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে। আটক লিটনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।