ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১২২ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে শুক্রবার রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।
পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ই মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে ৩১শে মার্চ।
উপজেলাগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী বাছাইয়ে তৃণমূল থেকে সুপারিশ নিয়ে চূড়ান্ত মনোনয়ন দিচ্ছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তৃণমূল থেকে নামের সুপারিশ নিয়ে প্রায় ৭০০ অভিযোগ জমা পড়েছে কেন্দ্রে।
দলের দপ্তর সম্দপাক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ ধাপের মনোনয়ন চূড়ান্ত করতে শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা চলে।
অন্যদের মধ্যে বোর্ডের সদস্য আমির হোসেন আমু,
তোফায়েল আহমেদ, আবুল হাসানাত আবদুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল
কাদের, কাজী জাফরুল্লাহ, মুহম্মদ ফারুক খান, আবদুর রাজ্জাক, রশিদুল আলম,
মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান উপস্থিত
ছিলেন এ সভায়।