স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সব কেন্দ্রে ভোটারদের প্রচণ্ড ভিড় উল্লেখ করে সুন্দরভাবে ভোট চলছে বলে দাবি করেছেন । বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিক মিয়া এভিউনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
তিতি বলেছেন, ‘ভোটাররা ভোট দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলেছেন এটা ঠিক নয়। সব জায়গাতেই ভোটারদের প্রচণ্ড ভিড়। সুন্দরভাবে ভোট হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিয়ে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবেন এটাই আশা করি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এ কারণে সকাল বেলায় হয়তো ভোটার কম দেখেছেন আপনারা। পর্যয়ক্রমে ভোটার সংখ্যা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।
এর আগে সকাল থেকে মানবজমিনের সংবাদকর্মীদের পাঠানো প্রতিবেদনে দেখা যায়, ভোটাদের অনুপস্থিতিতে অনেকটা অলস সময় কাটাচ্ছেন কেন্দ্রের কর্মকর্তারা। সকাল ১১টা পর্যন্ত অনেক কেন্দ্র মোটেও ভোট পড়েনি।