ভোটগ্রহণ শেষ হয়েছে ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির ৩৬ ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচনে । এখন চলছে ভোট গণনা। আজ বৃহস্পতিবার সকাল আটটায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত। তবে ভোটকেন্দ্রগুলো ছিল নিরুত্তাপ। এছাড়া, বৃষ্টির কারণে সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। সকাল ১০টার পর রোদ উঠলেও কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি।
রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র নির্বাচনের ভোটারশূন্য কেন্দ্রের খবর পাওয়া গেলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্ধিত অংশের ভোটকেন্দ্রগুলোর চেহারা ছিল একেবারেই ভিন্ন। সেখানে কোথাও কোথাও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। মূলত এসব এলাকায় কাউন্সিলর প্রার্থী থাকায় নিজেদের পছন্দের কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট দিতে কেন্দ্রে গেছেন ভোটাররা। তবে ভোটকেন্দ্রে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।