জাপানের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসুর ষষ্ঠ প্রজন্মের ১৫ ঘণ্টা ব্যাকআপ দেয়ার ল্যাপটপ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ল্যাপটপটির মডেল এস৯৩৬। স্লিম এই ল্যাপটপটি দিয়ে পূর্ণচার্জে ১৫ ঘণ্টারও বেশি ব্যবহার করা যাবে।
১৩ দশমিক ৩ ইঞ্চির এলইডি মনিটরের সঙ্গে ল্যাপটপটিতে আছে ৮ জিবি র্যাম। ইন্টেলের কোর আই ৭-৬৫০০ইউ প্রসেসর ও ১ টেরাবাইট হার্ডডিস্ক রয়েছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ল্যাপটপটি পরিচালিত হবে।
মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। জাপানের তৈরি এই ল্যাপটপটি এক বছরের বিক্রয়োত্তর সেবাও রয়েছে।