পুলিশ সোমবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বজলুর রহমানের বাড়ি থেকে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির লাশ উদ্ধার করেছে । নিহত দম্পতির নাম মোহাম্মদ আলী (২২) ও রুমি খাতুন (১৬)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার সালানচর গ্রামে। তারা ওই বাড়িতে ভাড়া থাকতেন। তিন দিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
পুলিশ জানায়, সোমবার বিকালে হেমায়েতপুর হরিণধরা এলাকার নিজ ভাড়া ঘরের আড়ার সঙ্গে এক রশিতে ঝুলন্ত অবস্থায় দম্পতির লাশ দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
নিহত রুমি খাতুন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। স্বামী মোহাম্মদ আলী একটি কলেজে পড়াশোনা করতেন। এলাকাবাসী দাবি, প্রেম করে বিয়ে করায় দুই পরিবারের সদস্যরা তাদের বিয়ে মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছেন।