আগুনে ৬৯ জনের নিহতের ঘটনায় করা রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন রাজধানীর চকবাজারের , নিমতলীর ঘটনায় তদন্ত কমিটির ১৭ দফা সুুপারিশ বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সংশ্লিষ্টদের দায়িত্ব ছিল সুপারিশ বাস্তবায়ন করা। এখন চকবাজারের ঘটনায় দায় না নিয়ে এক অপরকে দোষারপ করছেন। কাউকে না কাউকে তো দায় নিতেই হবে।
পৃথক তিনটি রিট আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কারুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পরে আজ মঙ্গলবার বেলা দুইটায় তিনটি রিট আবেদনের ওপর শুনানির জন্য রেখেছেন আদালত। একই ঘটনায় করা আরেকটি রিট আবেদনেরও শুনানি হবে এ বেঞ্চে।
চকবাজারের চুড়িহাট্টায় আগুনে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন, নিহতের পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া, রাসায়নিক গুদাম অন্যত্র সরাতে রোববার পৃথক চারটি রিট আবেদন করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়।