শুক্রবার ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও জোড়াহাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে। রাজ্য সরকার এ ঘটনায় পৃথক দুইটি তদন্তের নির্দেশ দিয়েছে।
পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। এদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। বেতন পাওয়ার পর বৃহস্পতিবার শ্রমিকেরা স্থানীয়ভাবে বানানো মদ পান করে।
গোলাঘাটের স্বাস্থ্য যুগ্ম কর্মকর্তা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভর্তি করেও কিছু করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।