ঢাকার চক বাজারে মর্মান্তিক অগ্নিকান্ডে পুড়ে মারা যাওয়া শামছল হক এর নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ সময় নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী কান্নায় ভেঙ্গে পড়েন। অগ্নিকান্ডে শুধু শামছল হকের মৃত্যুই হয়নি, পুড়ে ছাই হয়েছে তার সমস্ত জীবনের গচ্ছিত সম্পদ। নিহত শাসছল হকের বাড়ি উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত শামছল হক চক বাজারে দীর্ঘ ৩০ বছর যাবত মদিনা ডেকোরেটর নামে ব্যবসা করতেন। বুধবার রাতে চক বাজারে অগ্নিদগ্ধ হয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। বৃহস্পতিবার তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহ সনাক্ত করেন। শুক্রবার সকাল ৮ টায় তার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে আলীম উদ্দিন বেপারী বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক। দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ন
মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার সন্তানদের
সামনে এখন শুধুই অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি।