সোমবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ডিজেলচালিত দূরপাল্লার যানবাহনের হ্রাসকৃত ভাড়া ২০ মে থেকে কঠোরভাবে কার্যকর করা হবে। বাস মালিক সমিতির অনুরোধে বাসের হ্রাসকৃত ভাড়া কার্যকরের সময়সীমা চার দিন বাড়ানো হয়েছে। এরপর ভাড়া কমানোর বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।
মন্ত্রী বাস মালিকদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তেলের দাম কমানোর পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ভাড়া না কমানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সঠিক বাস ভাড়া নেওয়া হচ্ছে কি না পর্যবেক্ষণে কমিটি করা হয়েছে। ২০ মের পর থেকে সড়কে বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, বর্ষা মৌসুম ও রমজানের আগে মহাসড়কের ব্যস্ততা বেড়ে যাবে। এ জন্য সব মহাসড়ক সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।
তেলের দাম পুনঃনির্ধারণের পর দূরপাল্লার যানবাহনে প্রতি কিলোমিটারে ভাড়া ৩ পয়সা কমানো হয়, যা ১৫ মে থেকে কার্যকরের কথা ছিল। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বিআরটিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।