একটি চক্র দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সেই চক্রের সদস্য রাজু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়া রেজিস্ট্রেশন করা ১২টি সিম উদ্ধার করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি (সিপিসি-৩) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকা টাইমস বলেন, ‘১২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন থেকে একটি চিঠি দেওয়া হয় র্যাব বরাবর। চিঠিতে বলা হয়- দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের কাছে ফোন করছে একটি চক্র। তারা দুর্নীতির মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। চিঠি পাওয়ার পর র্যাব-২ অনুসন্ধানে নামে। পরে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে র্যাব রাজু মিয়াকে গ্রেপ্তার করে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানিয়েছেন, দীর্ঘদিন দুদকের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তরের ফোন দিয়ে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন তারা। এই চক্রে আরও সদস্য রয়েছে। তিনি টেলিফোন ডিরেক্টরি থেকে সরকারি কর্মকর্তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে কল করতেন। বিশেষ করে স্থানীয় সরকারের চেয়ারম্যানদের টার্গেট করতেন তারা। পরে মামলার ফাইল বন্ধ করতে বিকাশের মাধ্যমে টাকা আদায় করতেন। এভাবে প্রায় ১৪ লাখ টাকা তারা হাতিয়েছেন।