অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে । আজ বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, বিকাল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত সেখানে গিয়ে নেভানোর কাজ শুরু করেছে। এখন (এই প্রতিবেদন লেখার সময়) ১৬টি ইউনিট কাজ কাজ করছে বলেও জানিয়েছেন রাসেল শিকদার।
আগুনের লাগার কারণ কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে।