সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২০২০ সালের জুন থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন । আজ বুধবার দুপুরে কাওলায় প্রকল্পের কাজের অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের একথা বলেন।
ঢাকা এলিভেটেড একসপ্রেসওয়ের কাজের অগ্রগতির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, জুনের অগেই প্রথম ধাপের কাজ শেষ হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে ২০২০ সালের জুলাই নাগাদ। আর তৃতীয় ধাপের কাজ শেষ হবে ২০২১ সালের সেপ্টেম্বরে। তিনি আরো জানান প্রথম ধাপের কাজ ৫০ ভাগ শেষ হয়েছে , আর মোট কাজের অগ্রগতি ২০ ভাগ।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪০ কোটি টাকা।