চট্টগ্রাম, ১৬ মে :আসলাম চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব এর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি চলছে।
সোমবার (১৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা সাংবাদিকদের এমনটাই জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এ তথ্যগুলো আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’