ঢাকা ১৫ মে: হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রবিবারের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করলো হায়দ্রাবাদ। আর পুনের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারের দৌঁড় থেকে ছিটকে গেল পাঞ্জাব।
১২ ম্যাচে আট জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে সানরাইজার্স হায়দ্রবাদ। অন্যদিকে, কিংস ইভেলেন পাঞ্জাবের ১২ ম্যাচে এটি অষ্টম হার। পয়েন্ট টেবিলে তারা আছে সপ্তম স্থানে।
চন্ডিগড়ের মোহালিতে অনুষ্ঠিত এ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের দেয়া ১৮০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে জয় পায় হায়দ্রাবাদ। দলের পক্ষে ডেভিড ওয়ার্নার ৫২, শিখর ধাওয়ান ২৫, দীপক হুদা ৩৪, যুবরাজ সিং ৪২* ও বেন কাটিং ১৮* রান করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে প্রীতি জিনতার দল। দলের পক্ষে ওপেনার হাশিম আমলা ৫৬ বল খেলে ৯৬ রান করেন।
এদিন মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে একটি উইকেট নেন। আর ভুবনেশ্বর কুমার ২টি ও ময়জেস হেনরিকস ১টি করে উইকেট নেন। এদিন ম্যাচসেরার পুরস্কার পান হাশিম আমলা।