নেত্রকোনা: পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন নেত্রকোনা-মদন সড়কের তেলিগাতী কৃষ্টপুরে পি-কাপ ভ্যানের ধাক্কায় মাহবুব আলম (৫০) নামে ডিবি (গোয়েন্দা) । এসময় আহত হয়েছেন অপর কনস্টেবল খোরশেদ আলম।
রবিবার বিকালে আটপাড়া উপজেলার বাইপাস কৃষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহবুব আলম ৭৪৫ নং ও খোরশেদ আলম ৭২৩ নং কনস্টেবল। নিহত মাহবুবের বাড়ি ঢাকার গাজিপুর জেলার কালিগঞ্জ থানায়। আহত খোরশেদ আলমের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানা যায়, নেত্রকোনা থেকে মোটরসাইকেলযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই কনস্টেবল মদন উপজেলার দিকে যাচ্ছিলেন। – See more at: http://www.dhakatimes24.com/2016/05/16/113220#sthash.ozYYUFG8.dpuf