ইয়াবার চালানসহ নর্থ ইস্ট আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ সুনামগঞ্জে । রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে আটক দুজন ও পলাতক কলেজ শিক্ষার্থীসহ চারজনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
আটককৃতরা হলেন, জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী ছড়ারপার গ্রামের আবদুল মোতালেবের ছেলে সাখাওয়াত হোসেন ও পার্শ্ববর্তী পুরান লাউড় পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে শাহজাহান মিয়া। আটকৃতদের মধ্যে সাখাওয়াত জেলা শহরের নর্থ ইস্ট আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও শাহজাহান একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সদর উপজেলার ধোপাখালী থেকে এসআই আবদুল হান্নানের নেতৃত্বে রোববার সন্ধ্যায় ৯০ পিস ইয়াবাসহ সাখাওয়াত ও শাহজাহান মিয়াকে আটক করা হয়।