জাতিসংঘ বাংলাদেশে সাংবাদিকদের জন্য অবাধে কাজ করার পরিবেশ দেখতে চায় । বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
তিনি বলেন, বাংলাদেশে সাংবাদিক ও ব্লগারদের টার্গেট করে যে সহিংসতা হচ্ছে তাতে জাতিসংঘ মহাসচিব, বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা সাম্প্রতিক মৃত্যুদণ্ড নিয়েও উদ্বিগ্ন। সাংবাদিকরা যাতে মুক্তভাবে কাজ করতে পারেন, এমনটা আমরা দেখতে চাই সরকার তেমন পরিবেশ সৃষ্টি করবে ।