পুলিশ নগরীতে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে । এরা হলেন- কুমিল্লার মো. খুরশীদ (৩০), বান্দরবানের লামা উপজেলার মো. ইলিয়াছ (২৮) ও নগরের আকবর শাহ এলাকার আবু বক্কর সোহাগ (২৫)। গতকাল শনিবার ভোরে নগরীর বন্দর থানার মনছুর মার্কেটের সামনে পণ্যবাহী ওই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) এসএম আরেফিন জুয়েল সাংবাদিকদের বলেন, ট্রাকে পণ্য পরিবহনের আড়ালে গ্রেফতার তিনজন কক্সবাজার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে সেখানে বিশেষ কায়দায় বানানো কুঠুরি থেকে ইয়াবাগুলো উদ্ধার করেছি। তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |