আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন ।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে যান মন্ত্রী। এ সময় তিনি এ কথা বলেন।
ছয় ধাপে উপজেলা নির্বাচন শুরু হচ্ছে আগামী মার্চে। তবে বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি। আর বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না তারা।
বিএনপিকে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নির্বাচনে অংশ নেবে কি না সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না।’
বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনকে বিতর্ক করতে পারবে না বলেও মনে করেন সড়ক মন্ত্রী। বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে।’
‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।’
নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নও ছিল কাদেরের কাছে। জবাবে তিনি বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।’