তারা সংসদে যাবেন দলের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নেবেন না বলে ঐক্যফ্রন্টের অন্যতম শরিকদল গণফোরাম ইতিপূর্বে সিদ্ধান্ত নিলেও এখন শোনা যাচ্ছে । এ নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে। এর মধ্যে আজ গণমাধ্যমের সামনে আসছেন দলটির প্রধান ও ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

তার নেতৃত্বেই গঠিত হয়েছিল বিএনপির জোটসহ জাতীয় ঐক্যফ্রন্ট। এই নির্বাচনী জোট থেকে গণফোরামের দুজনসহ মোট আটজন নির্বাচিত হন। ভোটে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও শপথ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে একাধিকবার।

সংসদে যোগ দেওয়া-না দেওয়া নিয়ে এখন ঐক্যফ্রন্টে টানাপড়েন চলছে বলেও প্রচার আছে। ধারণা করা হচ্ছে- আজকের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলবেন ড. কামাল।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, ‘গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে বুধবার একটা প্রস্তুতি সভা হবে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত। সেখানে যোগ দেবেন ড. কামাল। গণফোরামের কার্যালয়ে সভা শেষে কামাল হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।’

প্রস্তুতি সভায় গণফোরামের কেন্দ্রীয় কমিটি, প্রস্তুতি কমিটি ও যারা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তারা উপস্থিত থাকবেন বলে জানান গণফোরামের সদস্য লতিফুল বারী হামিম।

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল দুপুর সাড়ে ১২টায় ড. কামাল হোসেন দেশে ফেরেন। স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে গত ১৯ জানুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031