বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাপারসন নাজমুল হোসেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন । আজ মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মুগদা জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয় মো. আসিফের নেতৃত্বের এই হামলা চালানো হয় বলে সোহেল রানার অভিযোগ।
আহত সাংবাদিক জানান, আমি প্রতিদিনের কাজের অংশ হিসেবে অ্যাসাইনমেন্ট নিয়ে অফিস থেকে ক্যামেরাপারসন নাজমুলকে সঙ্গে নিয়ে সকাল ১০টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক আমিন আহমেদের সঙ্গে কথা বলি। কথা শেষে বের হওয়ার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ কয়েক জন ওয়ার্ডবয় আমাদের সঙ্গে ছিল। বাইরে এসে কয়েকজন রোগীর সঙ্গে কথা বলার সময় এক ওয়ার্ডবয়ের নেতৃত্বে ৮-১০ জন আমাদের ওপর চড়াও হয়। এ সময় নেতৃত্ব দেওয়া ওই ওয়ার্ডবয় আমাকে বলে, তুই এখানে কী করিস? তোদের না রিপোর্ট করতে নিষেধ করা হইছে।
এরপর আমাকে কিল-ঘুষি মারতে থাকে তারা। একপর্যায়ে আমাকে টেনে হিঁচড়ে আমাদের গাড়ির কাছে নিয়ে যায়।