ঢাকা১৫মে: ৮ জন নিহত ও ৪৪ জন আহত যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক মহাসড়কে শনিবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ৮ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছে।
ওয়েব কাউন্টির ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান রিকার্ডো র্যাঙ্গেলের বরাত দিয়ে ল্যারেডো মর্নিং টাইমস জানায়, বাসটি মেক্সিকো সীমান্তের কাছ দিয়ে ঈগল পাস শহরের একটি ক্যাসিনো হোটেলে যাচ্ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, সাতজন ঘটনাস্থলেই নিহত হয়। অপর একজনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। বাসটি রাজ্যের দক্ষিণ প্রান্তের রিও গ্রান্ড ভ্যালি থেকে রওয়ানা দিয়েছিল।
এনবিসি নিউজ জননিরাপত্তা বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় ৪৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৬১২) সীমান্ত নগরী লারেডো থেকে ৩৫ মাইল উত্তরে এ দুর্ঘটনা ঘটে।