গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে কক্সবাজারের টেকনাফে । অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র, ইয়াবা ও গুলি উদ্ধার করে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী এলাকায় স্বশস্ত্র মাদক কারবারী দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনাফ মডেল থানার একদল পুলিশ। সেখানে হোয়াইক্যং মিনা বাজারের ছফর আলীর পুত্র মো. রফিক (৩০) ও ঝিমংখালীর ফরিদ আলমের পুত্র দেলোয়ার হোছন প্রকাশ রুবেলকে (২৫) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ২ জনসহ ৪ হাজার ইয়াবা, ২টি দেশী অস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |