‘আপনারা কারও দয়ায় চাকরিতে আসেন নাই কর্মক্ষেত্রে কারো চাপে নতি স্বীকার না করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বলেছেন। জনগণের পয়সায় আমরা চাকরি করি। সুতরাং ভয়ের কিছুই নেই।’
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন দুদক প্রধান। স্কুলে শিক্ষকদের অনুপস্থিতির তথ্য পেয়ে যাচাই করতে সকালে তিনি নগরীর কয়েকটি স্কুলে অভিযানে যান। এরপর এই মত বিনিময়ে অংশ নেন।
ইকবাল মাহমুদ মনে করেন, নিজে প্রত্যয়ে থাকলে যে কোনো চাপ মোকাবেলা সম্ভব। বলেন, ‘গত আড়াই বছরে কোন কাজ এভাবে করতে বলে আজ পর্যন্ত কেউ আমাকে ফোন করেনি। সরকারের পক্ষ থেকেও কেউ কোনোদিন বলেননি। যত বড় হোক চাপের কাছে মাথা নত করবেন না।’
কাজ করতে গিয়ে অনিচ্ছাকৃত ভুল হলে মামলা হবে না বলেও নিশ্চয়তা দেন দুদক প্রধান। বলেন, ‘ভয়ের কোন কারণ নেই। কাগজপত্রে প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো মামলা হয় না।’
এ সময় চিকিৎসকদেরকে গ্রামের হাসপাতালে থাকার অনুরোধও করেন ইকবাল মাহমুদ। বলেন, ‘আপনাদের অনেক সমস্যা আছে, তারপরও থাকতে হবে। অনেকে থাকতে চান না, এতে সেবা থেকে জনগণ বঞ্চিত হন।’
গত ২১ জানুয়ারি দেশের ১১টি হাসপাতালে দুদক অভিযান চালিয়ে ৪০ শতাংশ চিকিৎসককে অনুপস্থিত দেখতে পেয়ে সতর্ক করেছে। এরপর প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, অনুপস্থিত চিকিৎসকদের চাকরি থাকবে না।