দক্ষিণাঞ্চলের গুরুত্ব অনেক বেড়ে যাবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে । তখন আমাদের অঞ্চল পরিণত হবে বৃহত্তর শিল্প এলাকায়। তাই নির্মিত ও নির্মাণাধীন সকল সেতুই আমাদের সড়ক যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।
শুক্রবার বাবুগঞ্জে ভাঙন পরিদর্শনে এসে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এ কথা বলেন। এছাড়া সারাদিন বরিশালের গুরুত্বপূর্ণ স্থাপনা, হাট বাজার ও ঘনবসতি এলাকা ভাঙনের কবল থেকে রক্ষা এবং নদীর নাব্য সংকট নিরসনের পরিকল্পনায় মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরেজমিন ঘুরে দেখেন।
এসময় সড়ক ও জনপদ বিভাগের উপস্থিত কর্মকর্তাকে দোয়ারিকা সেতুর উত্তর পার্শে ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধ রক্ষা প্রকল্পের থেমে থাকা কাজ ২৯ জানুয়ারির মধ্যে শুরু করার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে সেতু এলাকার প্রবাহমান পানির গতিপথ পরিবর্তন ও ভাঙন রোধে প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোও নির্দেশ দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, সড়ক ও জনপদ এবং পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ, মোশারফ রশিদা একাডেমির প্রধান শিক্ষক সেলিম রেজা প্রমুখ।