এক অর্ধ বাকপ্রতিবন্ধি কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে গাজীপুরর কাপাসিয়া উপজেলার ধানদিয়া গ্রামে । ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায়। ধর্ষণের শিকার মেয়েটি ৮ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্র জানায়, পার্শ্ববর্তী সনমানিয়া গ্রামের মোস্তফার পুত্র গাড়ি চালক রাজিব (৩০) তাকে গতকাল সন্ধ্যায় বাড়ির পাশ থেকে জোরপূর্বক মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে যায়। পরে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ রাতেই রাজীবকে আটক করেছে।