সুনামগঞ্জ – ২৮ বর্ডারগাট বিজিবি ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকার বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করেছে । মঙ্গলবার দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তর হল রুমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয় সুনামগঞ্জে ।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর ২০১৬ সাল হতে ২০ জানুয়ারি হতে ২০১৯ এর ২২ জানুয়ারি পর্যন্ত সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়ন্টে দিয়ে আসা মালিক বিহীন ইয়াবা, বিদেশী মদ, বিয়ার, ফেনসিডিল, গাজাঁ, নাসির বিড়ি ও চোলাই মদ জব্দ করে ধবংস করা হয়। ধ্বংস করা এসব মাদকের বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা।
মাদক ধ্বংস করার পূর্বে বিজিবি হল রুমে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মত বিনিময় সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. মাকসুদুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিজিবির উপ মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্ণেল মো. শহিদুল ইসলাম পিএসসি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানঁ, পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টারস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিজয়ন সেন রায়, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ সেরগুল আহমদ, প্রমুখ।
মতবিনিময় সভায় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আগে সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. শাহিদুল ইসলাম বলেন, মাদক বিক্রেতা এবং সহায়তাকারী কাউকইে ছাড় দেয়া হবে না।
যত বড় প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে। মাদকদ্রব্য পাচার এবং সেবনের কুফল সর্ম্পকে উপস্থতি সকলকে অবহিত করার পাশাপাশি তিনি মাদক নির্মুলে আইনশৃঙ্খলা বাহনিীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সকল স্তরের নাগরকিদরে সহযোগতিা কামনা করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ বলেন, চাহিদা থাকলে পাচার হবেই। কিন্ত প্রতিরোধে সবাকে এগেিয় আসতে হবে। এখন শুধু পুরুষই নয়, নারীরাও মাদকে আসক্ত হচ্ছে। তাই নিজের সন্তানদের প্রতি একটু নজর রাখুন। সন্তানরা কী করছে, কাদের সাথে মেলামেশা করছে, সেদিকে খেয়াল রাখুন। এসময় জুডসিয়িাল ম্যাজষ্ট্রিট, জেলা মাদকদ্রব্যনিয়ন্ত্রণ কর্মকর্তা, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রন্টি মিডিয়া, স্থানীয় গন্যমান্য ব্যাক্তির্বগ, ইমাম, স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য ধ্বংসকরণ ও মত বিনিময় অনুষ্টানটি সুন্দও ভাবে উপস্থাপনা করেন, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. জালাল উদ্দীন জায়গীরদার।