শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অভিভাবক ও পরীক্ষার্থীদের পরীক্ষার আগে অনৈতিক পথে না নামার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো ধরনের অনৈতিক কোনো পথের খোঁজে নামবেন না। আমরা চাই, পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফল করবে। অনৈতিকতার পথে হেঁটে কখনো ভালো ফল পাওয়া যায় না।
শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, এই পরীক্ষা আমাদের জন্যও একটা পরীক্ষা। আমরা এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাই। এই পরীক্ষা যেন হয় সম্পূর্ণভাবে প্রশ্ন ফাঁসমুক্ত, নকলমুক্ত।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ক্লাসে প্রথম-দ্বিতীয়-তৃতীয় হওয়া নিশ্চয় জরুরি, জিপিএ-৫ পাওয়া নিশ্চয় জরুরি। কিন্তু সেটি একমাত্র বিবেচনার বিষয় হতে পারে না।