পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সা.) ও মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক গাউছুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহ্্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৩ তম ওরশ শরীফ উপলক্ষে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান আল-মাইজভাণ্ডারীর সভাপতিত্বে কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভী বাড়িতে গত বৃহস্পতিবার রাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী পরিষদ গাউছিয়া ওহাব মনজিলের পীরজাদা মাওলানা শাহ্ছুফি সৈয়দ ইকবাল ফজল আলহাসানী-আল-মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন পরিবর্তন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ সামশুল হুদা মিন্টু। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোহাম্মদ কামরুল হুদা, বিশেষ বক্তা ছিলেন বড়উঠান মৌলভী বাড়ি ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম, বড়উঠান ইলিয়াছ খান জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান, ডাকপাড়া জামে মসজিদ খতিব মাওলানা গোলাম হোসেন, মুহিবুল্লা খান বাড়ি জামে মসজিদের খতিব মাওলনা আবু তালেব।
হালকা জিকির সেমা মাহফিল পরিচালনা করেন মোঃ মিনহাজ উদ্দিন খান, মাইজভান্ডারী গান ও কাওয়ালি পরিবেশন করেন মোহাম্মদ হোসেন আমেরী ও সোহরাফ হোসেন খান।
প্রধান অতিথি বলেন, আউলিয়া কেরামগণই কোরআন ও হাদিসের মর্মবাণী প্রচার করে আসছেন। তিনি দেয়াং পাহাড়সহ সাড়া দেশে অলিগণের নিদর্শন সংরক্ষণ ও পবিত্রতা রক্ষার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডঃ মোহাম্মদ কামরুল হুদা বলেন, জগতে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী-রাসুল ও আউলিয়ায়ে কেরামের আগমন ঘটেছে। ইসলাম নির্দেশিত শান্তির পথ থেকে বিচ্যুতি ও গোষ্ঠীগত আধিপত্য প্রতিষ্ঠার রেশ থেকে সমগ্র বিশ্বে আজ হানাহানি, সংঘাত, জঙ্গিবাদ বেহায়াপনা মাথাচাড়া দিয়ে উঠেছে। আউলিয়ায়ে কেরামই মানবজাতির পথ প্রদর্শক। তাঁদের স্মরণের পাশাপাশি অনুসরণের মধ্যেই রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি ও প্রিয় নবীজী (দ.) নৈকট্য। শাহ্্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্্ (কঃ) এর মতো মহান দ্বীনি সংস্কারক ও আধ্যাত্মিক মনীষীদের স্মরণানুষ্ঠানের আয়োজন করে আমরা মনজিলে মকসুদে পৌঁছার পথ সুগম ও নিশ্চিত করতে পারি।
তিনি যুবসমাজ বিশেষ করে ছাত্রদেরকে এ সকল মাহফিলে অংশগ্রহণ করে দ্বীনি শিক্ষায় উজ্জ্বীবিত হয়ে সুন্দর জীবন গড়ার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |