শিক্ষার্থীরা মঠবাড়িয়ায় মায়েদের পা ধুয়ে সম্মান জানিয়েছে পিরোজপুরের ।
সোমবার সকালে উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৮০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সহধর্মীনি খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি ছিলেন।
সমাবেশ শেষে বিদ্যালয়ের সামনে সবুজ চত্বরে ৮০০ শিক্ষার্থী তাদের মায়েদের বসিয়ে পা ধুয়ে সম্মান জানায়। এসময় মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। ব্যতিক্রমী এ আয়োজনস্থলে আবেগী ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন, থানার উপ-পরিদর্শক শাহনাজ পারভীন, স্টেপস টুয়াডর্স ডেভেলপমেন্টের সমন্বয়কারী ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, যুব মহিলা নেত্রী হাসিনা শামীমা সুলতানা রোজি প্রমুখ।